Monday, July 21, 2025

রাজবাড়ীতে পাঙ্গাশ মাছের গায়ে আরবি হরফে ‘আল্লাহু’ লেখা! এলাকায় চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক :  রাজবাড়ী জেলার গোয়ালন্দ বাজারে এক পাঙ্গাশ মাছের শরীরে স্পষ্ট আরবি অক্ষরে ‘আল্লাহু’ লেখা দেখতে পাওয়ার ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি বাজারজুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়রা জানান, মাছটি প্রথমে অন্যান্য মাছের সঙ্গে পাইকারি দরে বিক্রি করা হয়। পরে দৌলতদিয়া ঘাট এলাকার খুচরা মাছ বিক্রেতা চাঁন মিয়া মাছটি তার ডালায় তোলে দিলে মাথার অংশে বড় করে লেখা “আল্লাহু” শব্দটি চোখে পড়ে। এরপর তিনি দ্রুত বিষয়টি জানিয়ে দেন পাইকারি আড়তদার বাদল বিশ্বাসকে।

বাদল বিশ্বাস জানান, প্রতিদিনের মতোই ১৭ জুলাই ভোরে তিনি ময়মনসিংহ থেকে ট্রাকে করে আনা পাঙ্গাশ মাছ গোয়ালন্দ বাজারে বিক্রি শুরু করেন। তার আড়ত থেকে ১৭০ টাকা কেজি দরে ৪০ কেজি মাছ কিনেছিলেন চাঁন মিয়া। সকাল ৭টার দিকে তিনি ফোন করে জানালে তিনি অবিলম্বে মাছটি আড়তে ফিরিয়ে আনতে বলেন। সকাল ৮টার মধ্যে মাছটি ফিরিয়ে আনা হয়।

বাদল আরও জানান, “মাছটি তখনো জীবিত ছিল। আমি সিদ্ধান্ত নিয়েছিলাম মাছটি পদ্মা নদীতে ছেড়ে দেব, কিন্তু কিছুক্ষণের মধ্যেই এটি মারা যায়। তাই বর্তমানে আমি মাছটি আমার আড়তের রেফ্রিজারেটরে সংরক্ষণ করে রেখেছি।”

এমন ঘটনায় বাজারের লোকজন ও সাধারণ মানুষজন মাছটি দেখতে ভিড় করছেন। অনেকেই ঘটনাটিকে অলৌকিক হিসেবে দেখছেন, আবার কেউ কেউ বলছেন এটি একপ্রকার কাকতালীয় ঘটনাও হতে পারে।

মাছটির গায়ে প্রাকৃতিকভাবে কীভাবে এই লেখা তৈরি হলো—তা নিয়ে কেউ নিশ্চিতভাবে কিছু বলতে পারছে না, তবে ঘটনাটি বাজার ও আশেপাশের এলাকায় ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। ‘

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here