Friday, December 27, 2024

গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে প্রাণ গেলো শিশুর

বালিয়াকান্দি প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জমালপুর ইউনিয়নে গাছের গুঁড়ির নিচে চাপা পড়ে রাইসা খাতুন (৪)নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে বালিয়াকান্দির জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু রাইসা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের ডাঙ্গাহাতি মোহন গ্রামের রিয়াজুল বিশ্বাসের মেয়ে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্রী ছিল।

নিতহ শিশুর দাদা ফেলু বিশ্বাস স্থানীয় এক কাঠ ব্যবসায়ির কাছে গাছ বিক্রি করে ব্যাপারিরা গাছকাটার সময় গাছের নিচে পড়ে শিশুটির মৃত্যু হয়।

গাছ কাটার ব্যাপারে কর্তৃপক্ষের আরও সতর্ক হওয়ার প্রয়োজন ছিল বলে জানিয়েছেন স্থানীয়রা ।

এ বিষয়ে বানিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন,ঘটনাস্থলটি পরিদর্শন করে স্থানীয় লোকদের কাছে জানতে পেরেছি,গাছটি যখন করাতিরা কাঠছিল শিশুটি তখননি হঠাৎ করে দৌড় দিতে গিয়ে গাছের নিচে পড়ে, শিশুটির মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত পায়। এ অবস্থায় তার মৃত্যু হয়।এখন পর্যন্ত বালিয়াকান্দি থানায় অভিযোগ দায়ের করা হয়নি। ‘

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here