Friday, January 3, 2025

গোয়ালন্দে ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষ্যে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার গোয়ালন্দ ইমাম বাড়ী শরীফ ও দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের আয়োজনে পৃথক পৃথক মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৯টা ১১ মিনিটে সময় প্রথমে গোয়ালন্দ ইমাম বাড়া শরীফ থেকে মিছিল বের হয়ে ঢাকা খুলনা মহাসড়কের পাশ দিয়ে গোয়ালন্দ বাজার এলাকা প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে ১০টা ১১ মিনিটে সময় দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফ থেকে আরেকটি মিছিল বের হয়ে মহাসড়কের পাশ দিয়ে দৌলতদিয়া মডেল হাই স্কুল পর্যন্ত প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দুটি স্থানে প্রায় ১০ হাজার ভক্তবৃন্দের উপস্থিতিতে এ মিছিল অনুষ্ঠিত হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ পৌরসভার মেয়র মোঃ নজরুল ইসলাম মন্ডল, গোয়ালন্দ ইমাম বাড়া শরীফের সভাপতি মাহাজুস আলী চেধুরী নাসিম, সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব, কোষাধ্যক্ষ সুমন মোল্লা, দৌলতদিয়া আঞ্জুমান-ই কাদেরীয়া খানকা শরীফের সভাপতি মুক্তার হোসেন বেপারী, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, কোষাধ্যক্ষ ফজলুল হক, সহকারী কোষাধ্যক্ষ আজিজুল প্রামানিক, হিসাব রক্ষক মোকসেদ হোসেন বাবু, ওয়াজউদ্দিন চৌধুরীসহ বিপুল সংখ্যক ভক্ত ও মুরিদান মিছিলে অংশগ্রহণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here