Wednesday, January 15, 2025

গোয়ালন্দে দশ গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারি পুলিশের হাতে আটক

মোজাম্মেল হক লালটু, গোয়ালন্দ: রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় পুড়া ভিটা থেকে ১০গ্রাম হেরোইনসহ দুই মাদক কারবারিকে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো ফরিদ পুর জেলার মাধবদিয়া দক্ষিণ ডিগ্রির চর গামের বাদশা শেখের ছেলে ফারুক হোসেন(৩২), একই এলাকার রহিম বেপারীর ছেলে জলিল বেপারী (৩২)। সোমবার১৭ এপ্রিল দুপুরে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ জনাব স্বপন কুমার মজুমদার এর নেতৃত্বে এসআই(নিঃ)/ মোঃ আশরাফুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া পোড়াভিটা ঢোকার পথে ইটের রাস্তার উপর থেকে মাদক ব্যবসায়ী ফারুক হোসেনও জলিল ব্যাপারী নামে দুজনকে আটক করেছে।তাদের কাছ থেকে ১শত পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে যার ওজন ১০ (দশ) গ্রাম।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানা’র ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার বলেন,আটককৃত মাদক কারবারীদের বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় মাদক মামলা রুজু করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here