Friday, January 3, 2025

চেয়ারম্যানের বিরুদ্ধে ৯ ইউপি সদস্যের অনাস্থা

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীরের বিরুদ্ধে ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য অনাস্থা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে।

(৭ সেপ্টেম্বর) বৃহস্পতিবার দুপুরে বালিযাকান্দি উপজেলা পরিষদের মুক্তমঞ্চে সংবাদ সম্মেলন করে ইউনিয়ন পরিষদের ৯ জন ইউপি সদস্য।সংবাদ সম্মেলন শেষে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসারের হাতে স্মারকলিপি প্রদান করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃকাবিল হোসেন ইউনিয়ন পরিষদের সদস্যরা জানান, ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে বরাদ্দ পাওয়া কাবিখা,, টিআর ও অতিদরিদ্রদের জন্য কর্মসৃজন প্রকল্পের কাজ না করে কোটি টাকা আত্মসাত করেছে চেয়ারম্যান। বিষয়টি তদন্ত করলে প্রমানিত হবে। এসবের প্রতিবাদ করায় আমাদের নানা ভাবে হয়রানি করে চেয়ারম্যান। চেয়ারম্যানের দূর্ণীতির বিষয়টি বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে জানিয়ে আমরা প্রতিকার পায়নি। তাই দুর্ণীতিবাজ চেয়ারম্যানের বিরুদ্ধে আমরা ৯জন ইউপি সদস্য অনাস্থা প্রস্তাব এনেছি।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here