Saturday, December 21, 2024

চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ  চোরাই মোটরসাইকেল সহ দুইজন গ্রেপ্তার করেছে রাজবাড়ী সদর থানা পুলিশ । গ্রেপ্তারকৃতরা হলো রাজবাড়ীর মহাদেবপুর এলাকার মৃত ইসলাম শেখের ছেলে মোঃ রিমন শেখ (২২) ও জৌকুড়া এলাকার মোঃ রুহুল আমিনের ছেলে মোঃ সজিব (২৪) ।

রাজবাড়ী শহরের মুরগিফার্ম বাস স্টান্ড এলাকার “ভাই ভাই মটরস” গ্যারেজে মোটরসাইকেল মেরামত করার সময় রাজবাড়ী সদর থানার এস আই আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স সহ মোঃ রিমন শেখ কে গ্রেপ্তার করে ।

রাজবাড়ী সদর থানার এস আই আতিয়ার রহমান জানান, জেলার কালুখালী উপজেলার রতনদিয়ার মোঃ জালাল দৌড়ীর একটি ZIXXER মোটরসাইকেল, যাহার রেজিঃ নং-রাজবাড়ী-ল-১১-১১৪০ তার নিজ বাড়ী থেকে চুরি হলে থানায় একটি অভিযোগ করা হয় । রাজবাড়ী শহরের মুরগিফার্ম বাস স্টান্ড এলাকার “ভাই ভাই মটরস” গ্যারেজে মোটরসাইকেল মেরামত করার সময় গোপন সংবাদের ভিত্তিতে মোঃ রিমন শেখকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্য মতে মোঃ সজিবকে গ্রেপ্তার করা হয়েছে ।

মামলার আরেক আসামী কালুখালির বাংলাদেশ হাট এলাকার কালিনগরের মৃত গফুর শেখের ছেলে মোঃ বিপুল শেখ পলাতক রয়েছে । গ্রেপ্তার আসামীদের আদালতে পাঠানো হয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here