Saturday, December 21, 2024

ছাগলের বাচ্চা খেতে এসে মারা পড়লো মেছো বিড়াল

বালিয়াকান্দি প্রতিনিধি :  রাজবাড়ীর বালিয়াকান্দিতে ছাগলের ঘরে ভোর রাতে বাচ্চা খেতে এসে মারা পড়লো একটি মেছো বিড়াল। খবরটি ছড়িয়ে পড়লে এলাকার নারী-পুরুষ এক নজর দেখতে ভীড় জমিয়েছেন। মেছো বিড়ালটির হামলার শিকার হয়েছেন গৃহকর্তা হেলাল মন্ডল।

সোমবার ভোর রাতে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের চরঘিকমলা গ্রামে এ মেছো বিড়ালটি মারা পরে।

গৃহকর্তা হেলাল মন্ডল বলেন, সোমবার ভোর ৪ টার দিকে ছাগল রাখা ঘরে ডাকাডাকি করে। এসময় অদ্ভুত একটা আওয়াজ পেয়ে পেঁয়াজ-রসুন কোপানো টেঙ্গি (কোদাল) হাতে নিয়ে এগিয়ে যাই। এসময় মেছো বাঘটি আমাকে আঘাত করলে হাতে থাকা টেঙ্গি (কোদাল) দিয়ে আঘাত করলে মারা যায়। তার আঘাতে আমার পায়ে ক্ষত হয়েছে।

দেখতে আসা গৃহবধূ সোনিয়া আক্তার বলেন, মেছো বিড়ালটি মারা গেছে। তবে মেছো বিড়ালটি লম্বা আড়াই ফুট হবে।

দেখতে আসা মিন্টু বিশ্বাস বলেন, ছাগলের বাচ্চা খেতে এসে মারা পড়লো মেছো বিড়াল। খবর শুনে তিনি সহ তার মতো শত শত লোক দেখতে আসছেন।

প্রতিবেশী সালাম মন্ডল বলেন, ভোর রাতে চিৎকার চেচামেচি শুনে এগিয়ে গিয়ে দেখতে পাই চিতা বাঘের মতো একটি প্রাণী হেলাল মন্ডলের ছাগলের ঘরে ও তার উপর হামলা করায় পিটিয়েছে। কিছু সময়ের মধ্যেই মারা যায়।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here