Thursday, January 2, 2025

জমি দখলের অভিযোগ ভাতিজার বিরুদ্ধে

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় বাশের বেড়া দিয়ে জোর পূর্বক সরিকানা জমি দখলের অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে।

গত ২৭ অক্টোবর উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভাতিজার বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী চাচা আরুজ প্রামানিক। অভিযুক্ত ভাতিজার নাম মো. সোবাহান প্রামানিক ওরফে ধলাই। এঘটনায় বৃহস্পতিবার (৩১ অক্টোবর) সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা জানতে গেলে ভূক্তভোগী আরুজ প্রামানিক বলেন, গত ২৭ অক্টোবর সকাল সাড়ে ১১ টার দিকে ধলাই গংরা আমার জমি হইতে দুইটি মেহগনি গাছ, একটি আম গাছ জোর করে কেটে নেয় এবং ৭ শতক জমি জোর পূর্বক বাশের বেড়া দিয়ে দখল করে নেয়। আমরা বাধা দিলে অকথ্য ভাষায় গালীগালাজ করে এবং উক্ত জমির কাছে গেলে মারধরসহ খুন জখমের হুমকি প্রদান করে। জমিটি আমাদের সরিকানা। আমাদের বাপদাদার আমল থেকে জমিটি আমরা ব্যবহার করে আসছি। এই জমি নিয়ে স্থানীয় ভাবে অনেকবার সালিশ করা হয়েছে। কোন মিমাংশা হয়নি। এই জমি দখলে নেয়ার জন্য দীর্ঘদিন ধরে আমাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছে। বাড়িঘর হামলা করেছে। স্থানীয়ভাবে আমি কোন বিচার না পেয়ে থানায় অভিযোগ করেছি।

আরুজ প্রামানিকের স্ত্রী মর্জিনা বেগম জানান, বহিরাগত লোকজন ডেকে এনে। আমাদেরকে বিভিন্নভাবে ভয়-ভীতি দেখায়। অভিযুক্ত ভাতিজা সোবাহান প্রামানিক অরুফে ধোলাই বলেন, আজরু প্রামানিক সরিকানা হিসেবে আমার চাচা হয়। আমার সরিকানা জমি প্রায় ২০ বছর ধরে তারা জোর পূর্বক ভোগ করছে। আমি আমার জমি বুঝে দিতে বললে আমাকে একাধিবার মারপিট করে। পরে জমি কয়েকবার স্থানীয় ভাবে সালিশ হয়েছে। শেষ পর্যায়ে একটি সালিশের রায় মেনে নেয়। পরে তাদের সাথে নিয়েই ওই জমিতে বাশ দিয়ে বেড়া দিয়েছি। তারা তখন কিছু বলে নাই। এখন আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছে।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here