Thursday, December 26, 2024

জাল টাকার নোট, এক কেজি গাঁজা সহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর থানা পুলিশের অভিযানে ৭০হাজার টাকার জাল নোট এক কেজি গাঁজা ও গাঁজা বিক্রির ২লাখ ২১হাজার ৬শত টাকা সহ মোসাঃ ভানু বেগম (৬৮) নামে এক নারী মাদককারবারি গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার মোসাঃ ভানু বেগম সদর উপজেলার গঙ্গাপ্রসাদপুর এলাকার মৃত ঈমান আলী শেখের স্ত্রী।

২৮শে আগস্ট দিবাগত রাত পৌনে ১১ টার দিকে নিজ বাড়ী থেকে রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাদাত হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ তাকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৯শে আগস্ট) এ সংক্রান্তে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি বিশ্চিত করেছেন ওসি মোঃ শাহাদাত হোসেন ।

ওসি জানান, রাজবাড়ী সদর থানাধীন গঙ্গাপ্রসাদপুর সাকিনস্থ মোসাঃ ভানু বেগম এর দক্ষিণ দুয়ারী ওয়ালসেড টিনের বসত ঘরের পূর্ব পাশে রুমের মধ্যে থেকে এক কেজি গাঁজা ,৭০হাজার জাল টাকা ও গাঁজা বিক্রির ২লাখ ২১ হাজার ৬শত টাকা সহ তাকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতার আসামির বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় মাদক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে বলেও জানান ওসি মোঃ শাহাদাত হোসেন ।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here