Monday, October 7, 2024

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল ও সারাদেশে সাংবাদিক নির্যাতন-নিপীড়ন বন্ধের প্রতিবাদে পাংশায় মানববন্ধন

উজ্জল হোসেন, পাংশা: সারাদেশে সাংবাদিকদের ওপর নির্যাতন – নিপীড়ন বন্ধের ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে শনিবার (৩সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে আব্দুল মালেক প্লাজার সামনে পাংশা প্রেসক্লাব, রাজবাড়ী রিপোর্টাস ক্লাব ও রাজবাড়ী জেলা প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা মানববন্ধন ও সমাবেশ করেছে। পাংশা প্রেসক্লাব এর সভাপতি এসএম রাসেল কবিরের সভাপতিত্বে এবং রতন মাহমুদ এর সঞ্চালনায় এ মানববন্ধন কর্মসূচিতে স্বাগত বক্তব্য দেন পাংশার সিনিয়র সাংবাদিক মাসুদ রেজা শিশির, এছাড়াও বক্তব্য দেন রাজবাড়ী রিপোর্টাস ক্লাবের সভাপতি লিটন চক্রবর্তী, রাজবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সমীর শীল চন্দ্র, রিপোর্টাস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সুমন বিশ্বাস, যুগ্ন সাধারণ সম্পাদক সোহেল রানা, একাত্তর টিভির জেলা প্রতিনিধি মেহেদী হাসান প্রমুখ।

এছাড়াও, ইন্ডিপেন্ডেন্ট টিভির জেলা প্রতিনিধি শামীম রেজা, চ্যালেন এস টিভির জেলা প্রতিনিধি শাহিন রেজা, দৈনিক তরুণ কন্ঠের স্টাফ রিপোর্টার ও রাজবাড়ী জার্নাল এর পাংশা উপজেলা প্রতিনিধি উজ্জল হোসেন, দৈনিক আজকের পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি শামীম হোসেন, দৈনিক আমার সংবাদ পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, পাংশা প্রেসক্লাবের আপ্যায়ন সম্পাদক আল-আমিন হোসেন, রাজু আহমেদ, কালুখালী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দু উপস্থিত ছিলেন।

সাংবাদিকরা অবিলম্বে সারা দেশের সাংবাদিকদের ওপর নির্যাতন বন্ধের দাবী জানান। একই সঙ্গে ডিজিটাল নিরাপত্তা আইনের নামে সাংবাদিকদের মুখ বন্ধ করার অপকৌশলের তীব্র বিরোধিতা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here