Friday, December 27, 2024

ডিবি পুলিশের অভিযানে ফেনসিডিলসহ সাবেক ইউপি সদস্য গ্রেপ্তার

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ১৬ বোতল ফেন্সিডিলসহ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লা (৪০) কে গ্রেপ্তার করেছে।

সে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের মৃত আলতাফ হোসেন মোল্লার ছেলে।
(১৫ সেপ্টেম্বর) শুক্রবার রাতে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের সাঙ্গুরা গ্রামের নিজ বাড়ীর সামনে থেকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী পুলিশ সুপার জি. এম. আবুল কালাম আজাদ এর দিকনির্দেশনায়, জেলা গোয়েন্দা শাখা ডিবি অফিসার ইনর্চাজ মোঃ মনিরুজ্জামান খান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ অভিযান পরিচালনা করেন।
ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুড়া গ্রামের মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বাড়ীর সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে ১৬ বোতল ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেন। সে পুকুরের পানিতে ঝাপ দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ বিষয়ে বালিয়াকান্দি থানায় তার নামে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।

ধৃত আসামী মোঃ টিটুল মোল্লা ওরফে টুটুল মোল্লার বিরুদ্ধে পূর্বে দুইটি মাদক মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here