Thursday, March 28, 2024

দেশে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯ জন

ঢাকা, ১১ ডিসেম্বর, ২০২২: দেশে গত ২৪ ঘন্টায় ১ হাজার ৫৯১ জনের নমুনা পরীক্ষায় ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আগের দিন ১ হাজার ৩৫৫ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছিল ১৭ জন। সংক্রমণ বেড়েছে দশমিক ৫৭ শতাংশ। শনিবার শনাক্তের হার ছিল ১ দশমিক ২৫ শতাংশ। আজ বেড়ে হয়েছে ১ দশমিক ৮২ শতাংশ।

আজ স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত ১ কোটি ৫১ লাখ ২৪ হাজার ৬৩৫ জনের নমুনা পরীক্ষায় মোট শনাক্ত হয়েছে ২০ লাখ ৩৬ হাজার ৮০৬ জন। এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৭ শতাংশ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে এখন পর্যন্ত এই রোগে মৃতের সংখ্যা ২৯ হাজার ৪৩৬ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।

করোনা আক্রান্তদের মধ্যে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছে ২৮ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছে ১৯ লাখ ৮৬ হাজার ৪৫০ জন। সুস্থতার হার ৯৭ দশমিক ৫৩ শতাংশ। গতকালও সুস্থতার হার ছিল ৯৭ দশমিক ৫৩ শতাংশ।

এদিকে, রাজধানীসহ ঢাকা জেলায় গত ২৪ ঘন্টায় ১ হাজার ১৫৯ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে ২৩ জন। শনাক্তের হার ১ দশমিক ৯৮ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ১ দশমিক ৫৬ শতাংশ।

 

সূত্রঃ বাসস

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here