Friday, January 3, 2025

নকশীকাঁথা ট্রেনের বগি লাইনচ্যুত

স্টাফ রিপোর্টার: রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট-খুলনা রুটের খুলনাগামী নকশীকাঁথা একটি মেইল ট্রেন দৌলতদিয়ার ফকিরপাড়া এলাকায় হটাত লাইনচ্যুত হয়েছে। ফলে ওই রুটে বন্ধ রয়েছে ট্রেন চলাচল ।

সোমবার (২৮শে আগস্ট) দুপুর দেড়টার দিকে ট্রেনের বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে নিশ্চিত করেছে রাজবাড়ী রেলওয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার।

তিনি জানান, দুর্ঘটনা কবলিত ট্রেনটির ইঞ্জিনসহ সমানে থাকা দুটি বগি রাজবাড়ী রেলওয়ে স্টেশনে এসে অবস্থান করছে। ট্রেনের তিনটি বগি উদ্ধার কার্যক্রম শেষ হলে ওই বগিসহ সম্পূর্ণ ট্রেনটি রাজবাড়ী রেলস্টেশন হতে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। এদিকে ঘটনার পরেই রিলিভ ট্রেন গিয়ে লাইনচ্যুত ট্রেন উদ্ধারে কাজ শুরু করেছে।

অন্যদিকে পোড়াদাহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি সাটল ট্রেন পাঁচুরিয়া স্টেশনে গিয়ে আটকে রয়েছে বলে জানাগেছে । কর্তৃপক্ষের নির্দেশনা পেলে ওই স্থান থেকেই ট্রেনটি পুনরায় পোড়াদাহের উদ্দেশ্যে ছেড়ে যাবে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার অভিযান চলছে।’ 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here