Monday, May 27, 2024

নসিমন-মোটরসাইকেল মুখোমুখি সংর্ঘষে যুবকের মৃত্যু

রাজবাড়ী : রাজবাড়ী-বালিয়াকান্দি সড়কের বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা এলাকায় নসিমন ও মোটরসাইকেল সংর্ঘষে মোটর সাইকেল আরোহী মেহেদী (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বকশিয়াবাড়ী এলাকার রাজ্জাকের ছেলে।
শনিবার সন্ধ্যা ৭টার দিকে বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গণপত্যা ইটভাটার সামনের সড়কে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয় তুষার মল্লিক বলেন, সন্ধ্যার দিকে মোটরসাইকেল ও নসিমনের মুখোমুখি সংর্ঘষ হয়। এ সময় মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে আসেন।
নিহতের শশুর আলাউদ্দিন বলেন, দুপুরে তিনি ও তার জামাই এক সাথে খাবার খেয়েছেন। জামাইয়ের তাদের বাড়ীতে যাবার কথা ছিল। হঠাৎ ফোনে জানতে পারেন সে দূর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে এসেছে। এখন এসে দেখছেন সে মারা গেছে।
বালিয়াকান্দি থানার ওসি মোঃ আসাদুজ্জামান বলেন, বিষয়টি শুনেছি। খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

রাজবাড়ী সদর হাঁসপাতালে গিয়ে জানাযায় ,  ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী মেহেদী মারা গেছে। সদর হাঁসপাতালের ওয়াশিং রুমে মরদেহটি রাখা হয়েছে। মাথায় প্রচন্ড আঘাতের ফলে মারা গেছে বলে জানিয়েছেন চিকিৎসক ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here