Wednesday, December 25, 2024

পাংশায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় মানববন্ধন ও আলোচনার মধ্য দিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস-২০২৩ পালন করা হয়েছে। শনিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষ্যে সকাল ৮ টায় উপজেলা পরিষদ চত্বরে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন করা হয়। পতাকা উত্তোলন শেষে “উন্নয়ন, শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবন্ধ” ব্যানারে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাওলানা মো. আব্দুল বাতেন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাংশা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ক্যাপ্টেন মো. ইয়ামিন আলী, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল প্রমূখ। দিবসটি পালনে এনজিও প্রতিষ্ঠান সেতু, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here