Friday, September 13, 2024

পাংশায় উপ-সহকারী প্রকৌশলীর বদলী ও পদোন্নতি জনিত বিদায়

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশা উপজেলার উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলীর বদলী ও পদোন্নতি জনিত বিদায় উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ওদুদ মন্ডল। সোমবার (২৬ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান এর অফিস রুমে বিদায়ী সংবর্ধনা ও ফুল দিয়ে শুভেচ্ছা জানান তিনি।

এ সময় উপ-সহকারী প্রকৌশলী হেকমত আলী বলেন- পাংশায় প্রায় তিন বছর দায়িত্বকালীণ সময়ে বিশেষ করে স্থানীয় গণমাধ্যম কর্মীরা উন্নয়ন মূলক কাজে আমাকে যে ভাবে সহযোগীতা করেছেন তা আমি সব সময় মনে রাখবো।

তিনি আরও বলেন – দায়িত্ব পালন কালে কারো মনে কষ্ট দিয়ে থাকলে তা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
বিদায় বেলায় উপস্থিত ছিলেন পাংশা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ, সহসভাপতি শামিম হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক রতন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক শৈকত শতদল, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, দৈনিক তরুণ কন্ঠ পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও রাজবাড়ী জার্নাল (অনলাইন) পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি উজ্জল হোসেন প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here