Friday, December 27, 2024

পাংশায় জেলা প্রশাসকের মতবিনিময়

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় উপজেলা পর্যায়ে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও গণ্যমান্য ব্যাক্তিবর্গের সাথে মতবিনিময় সভা করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। রাজবাড়ী জেলার ২৪তম ডিসি হিসেবে ২ অক্টোবর রাজবাড়ীতে যোগদান করেন তিনি।

২৮ নভেম্বর (বৃহস্পতিবার) বেলা ১০ টায় উপজেলা প্রাশাসনের আয়োজনে পাংশা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার এস.এম আবু দারদা’র সভাপতিত্বে ও সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন, পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন, উপজেলা সাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. এবাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রকৌশলী কর্মকর্তা খোয়াজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, সমাজসেবা অফিসার রবিউল ইসলাম, ভেটেনারি সার্জন ভিত্তিক কুমার দাস, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক এ কে এম শাহনেওয়াজ, সাংবাদিক এম এ জিন্নাহ, সাংবাদিক মাসুদ রেজা শিশির, সাংবাদিক শামিম হোসেন, সাংবাদিক কাজী সেলিম মাবুদ ও সাংবাদিক মুক্তার হোসেন প্রমুখ।

এসময় বক্তাগণ উপজেলার সড়কের বেহাল দশা, যানজট, সন্ত্রাস, বাল্য বিবাহ, মাদক, শিক্ষা, চিকিৎসা, কৃষি ও পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন সহ উপজেলার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা ও প্রতিকার নিয়ে বক্তব্য রাখেন।

জেলা প্রশাসক মনোযোগ সহকারে সবার কথাগুলো শোনেন ও সমস্যাগুলো সমাধানের আশ্বাস দেন। এরই সাথে জেলা প্রশাসক বলেন- শিক্ষার মান উন্নয়ন সহ প্রতি সেক্টরের সেবার মান আরো উন্নত কর‍তে হবে এবং প্রতি সেক্টরের দরজা উন্মুক্ত থাকতে হবে। সেবাহীন কেউ ফিরে যাবে না। এছাড়াও সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন- সাংবাদিকেরা সমাজের দর্পন, আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন। সঠিক ও তথ্য নির্ভর প্রতিবেদন করবেন। প্রতিবেদনে কোন প্রকার বাধা নেই। সমাজের উন্নয়নে আপনারা লিখবেন। রিপোর্ট কার বিরুদ্ধে যাচ্ছে সে বিষয়টি নিয়ে ভাবার দরকার নাই। সংবাদ হবে দেশ ও জাতির কল্যানে। দেশপ্রেম জাগ্রত করতে হবে ,দেশের জন্য সবাইকে একসাথে কাজ করতে হবে।

এসময় আরো উপস্থিত ছিলেন- উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, উপজেলা মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসলাম হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) ফকির মোহাম্মদ নুরুল ইসলাম, সমবায় কর্মকর্তা সাইফুল ইসলাম, সহকারি বিএডিসি মাহাবুব হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ।

মতবিনিময় সভা শেষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ১৫ টি হুইল চেয়ার বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এরপর পাংশা শিল্পকলা একাডেমী, পাংশা উপজেলা ক্রিয়া সংস্থার নির্ধারিত স্থান, নাঙ্গলবাদ ঘাট ব্রিজ, কশবামাজাইল ও পাট্টা ইউনিউনের ডিজিটাল সেন্টার সহ উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন করেন জেলা প্রশাসক মহোদয়।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here