Sunday, December 22, 2024

পাংশায় পৌর আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় পৌর আ.লীগের আয়োজনে মঙ্গলবার সরকারি জর্জ হাইস্কুল মাঠে কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম।

বিশেষে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সংরক্ষিত আসনের সাংসদ খোদেজা নাসরিন আক্তার হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান এ কে এম শফিকুল মোর্শেদ আরুজ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার সাইফুল ইসলাম বুড়ো, সম্পাদক আব্দুল ওহাব মন্ডল। জেলা পরিষদ সদস্য গোবিন্দ চন্দ্র কুন্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন বিশ্বাস প্রমূখ। এছাড়াও পৌর কাউন্সিলরগন সহ ওয়ার্ড আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীগন উপস্থিত ছিলেন। পৌর আওয়ামীগ সাধারন সম্পাদক ওদুদ সরদার অতুরের সঞ্চালনায় কর্মী সমাবেশে সভাপতিত্ব করেন, পৌর আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র ওয়াজেদ আলী।

প্রধান অতিথির বক্তব্যে জিল্লুল হাকিম পাংশা পৌরবাসীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে আমরা নির্বাচিত হলে পাংশা পৌরসভা এলাকায় ব্যাপক উন্নয়ন করা হবে। শেখ হাসিনা সরকার সারা দেশে ব্যাপক উন্নয়ন করেছে। গ্রামের মানুষ এখন শান্তিতে বসবাস করছে। তাই আপনারা নৌকা মার্কায় ভোট দিন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here