Thursday, January 2, 2025

পাংশায় ৫ জন জয়িতা নারীকে সংবর্ধনা

উজ্জল হোসেন, পাংশা : রাজবাড়ীর পাংশায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষ্যে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় জয়িতাদের সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ( ৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে পরিষদের সভা কক্ষে দিবসটি উদযাপন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ফরিদ হাসান ওদুদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আব্দুস সালাম, উপজেলা কৃষি কর্মকর্তা রতন কুমার ঘোষ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাহাদত হোসেন প্রমূখ।
এ সময় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উপজেলার ৫ জন জয়িতা নারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদ প্রদান করে সংবর্ধনা জানানো হয়।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপজেলার নারী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here