Tuesday, January 21, 2025

পাংশায় স্বপ্নসিঁড়ি’র উদ্যোগে স্কুলভিত্তিক “মেধা অন্বেষণ-২০২২” অনুষ্ঠিত

উজ্জল হোসেন, পাংশা: শিক্ষার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের স্বপ্নকে জাগ্রত করতে স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আয়োজনে স্কুলভিত্তিক কুইজ প্রতিযোগিতা – ২০২২ অনুষ্ঠিত হয়ছে। মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১০:৩০ মিনিটের দিকে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

কুইজ প্রতিযোগিতায় সাতটি মাধ্যমিক বিদ্যালয় অংশগ্রহণ করে। তাদের মধ্যে – সেনগ্রাম মাধ্যমিক বিদ্যালয়, শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়, কে. রাজ উচ্চ বিদ্যালয়, কাচারিপাড়া হাই স্কুল, যশাই উচ্চ বিদ্যালয়, শাহাবুদ্দিন আহমেদ আদর্শ একাডেমি, ধোকড়াকোল মাধ্যমিক বিদ্যালয়। কর্মসূচি উদ্বোধন করেন স্বপ্নসিঁড়ি স্টুডেন্টস ওয়েলফেয়ার এসোসিয়েশন এর প্রধান পৃষ্ঠপোষক জনাব উত্তম কুমার সাহা। কর্মসূচি প্রতিটি প্রতিষ্ঠানে একযোগে সকাল ১০:৩০ মিনিট থেকে ১১:৩০ মিনিটে গিয়ে শেষ হয়।

এক ঘন্টার কুইজ প্রতিযোগিতায় প্রায় চার শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রোগ্রামটাকে সার্থকতা দিয়েছেন। এভাবেই শিক্ষামূলক কাজে যেকোনো শিক্ষার্থীর পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন সংগঠনটির কর্মীরা।

এই প্রসঙ্গে সংগঠনটির বর্তমান সভাপতি আল জুবায়ের মিরাজ জানান, “করোনা মহামারীর পর থেকে পড়াশোনার প্রতি শিক্ষার্থীদের উদাসীনতা লক্ষ করা যাচ্ছে। প্রান্তিক শিক্ষার্থীদের মেধা বিকাশ এবং তাদের পড়াশোনায় মনোযোগ সৃষ্টির লক্ষ্য স্বপ্নসিঁড়ি বিভিন্ন আঙ্গিকে কাজ করে যাচ্ছে। শিক্ষকদের পরামর্শে শিক্ষার্থীদের আন্তরিকতায় এমন বিভিন্ন কর্মসূচির আয়োজন চলমান থাকবে বলে আশা রাখি।”

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here