Friday, December 27, 2024

পাংশা বাজার বনিক সমিতির আহবায়ক কমিটি গঠন

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশা বাজারে দির্ঘদিন কোন কমিটি ছিল না, কমিটি না থাকায় বাজারের ব্যাবসায়ীরা নানা ধরনের জটিলতার মধ্য দিয়ে ব্যবসা বানিজ্য করে আসছিল। এক সময় পাংশা বাজারে সুন্দর ও শক্তিশালী একটি বণিক সমিতির কমিটি ছিল, দির্ঘ বছর ধরে তা রাজনৈতিক কারণে আর করা হয়নি। বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পাংশা বাজারের আব্দুল মালেক প্লাজায় বিশ্বাস কমিউনিটি সেন্টারে দির্ঘ আলোচনার পর ১৫ সদস্য বিশিষ্ঠ একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

সর্বসম্মতিক্রমে কমিটির আহবায়ক নির্বাচিত হয়েছেন পাংশা বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী পৌর বিএনপির সভাপতি পাংশা বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক মোঃ বাহারাম হোসেন সরদার, সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে কাজী আশকার দানিয়েল সিপার মিয়াকে। কমিটির অন্য সদস্যরা হলেন- ব্যবসায়ী নাজমুল কাদের সবুজ, নবীন বিশ্বাস, বাবুল মোল্লা, মোঃ আব্দুল হাকিম, অপু সরোয়ার, আমিরুল ইসলাম নয়ন, মোঃ শাহিদুর রহমান, ইউসুফ আলী মন্ডল, সবুর উদ্দিন, হাফিজুর রহমান, খন্দকার মোতাহার হোসেন ও এম .এ জিন্নাহ।

নব গঠিত আহবায়ক মোঃ বাহারাম হোসেন সরদার বলেন- আমরা আগামীতে পাংশা বাজারের শৃংঘলা ফিরিয়ে আনার চেষ্ঠা করব, ব্যবসায়ীদের সকল প্রকার সমস্য সমাধানের চেষ্ঠা করব সেই সাথে পাংশা বাজারটাকে আধুনিক মানের বাজার গড়ার লক্ষ্যে কাজ করে যাব ইনশাল্লাহ।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here