Friday, January 3, 2025

পুলিশ সেজে গাড়ী তল্লাশী করার সময় এক প্রতারক আটক

মোজাম্মেলহক লালটু,গোয়ালন্দ : রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশের অভিযানে একটি মোটরসাইকেল ও ৪টি মোবাইল ফোনসহ রফিকুল ইসলাম নামে এক জন প্রতারক কে গ্রেফতার করেছে পুলিশ।

আটককৃত প্রতারক হলো, রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের মৃত আঃ মান্নান শেখ এর ছেলে রফিকুল ইসলাম সজিব (৪১),

সোমবার ২৩শে অক্টোবর দুপুরে অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার বিষয়টি নিশ্চিত করে জানান ২২শে অক্টোবর বিকালে দৌলতদিয়া ওয়াজেদ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের উপর সরকারি কর্মচারী না হয়েও নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দিয়ে এবং সরকারি কর্মচারীর বেশ ধারণ করে, পুলিশের বেশে সিগন্যাল দিয়ে গাড়ী থামিয়ে গাড়ী তল্লাশী করাকালে প্রতারক রফিকুল ইসলাম সজিব (৪১),কে একটি লাল ও কালো রংয়ের HONDA ব্রান্ডের CB HORNET 160 CC মোটর সাইকেল, যাহার মূল্য অনুমান ২ লাখ টাকা, এবং ৩টি বাটন ফোন একটি VIVO Y21 এনড্রয়েট ফোনসহ গ্রেফতার করেন। কুখ্যাত ওই প্রতারক রফিকুল এর বিরুদ্ধে পূর্বের ০১ টি প্রতারণা মামলা রয়েছে। পরে আসামীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here