Wednesday, January 15, 2025

বরিশালে ২০ সাংবাদিকদের ওপর হামলা: বিএমএসএফ’র প্রতিবাদ

ঢাকা, বুধবার,২ ফেব্রুয়ারি, ২০২২:বরিশাল জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গনে পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। জালিয়াতি মামলায় কারাগারে পাঠানো বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যান শহীদুল ইসলাম হাওলাদারের সমর্থক ও আইনজীবী সহকারিরা (মহুরী) হামলা চালায়। এতে বরিশালের বিভিন্ন মিডিয়ার ২০ সাংবাদিক আহত হয়েছেন। আহত সাংবাদিকরা বরিশাল শেবাচিমে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি,বাংলাদেশ ।

এক বিবৃতিতে বিএমএসএফ জাতীয় পরিষদের প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর বলেন, বরিশালে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলা ন্যাক্কারজনক। আদালত চত্ত্বরের মত সংরক্ষিত এলাকায় প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলায় গভীর উদ্ধেগ প্রকাশ করে তিনি অবিলম্বে হামলাকারীদের আইনের আওয়াত এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here