Wednesday, January 15, 2025

বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী বাজার বহরপুর বাজার পরিচালনা কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে । নির্বাচনে আবুল কালাম বিশ্বাস সভাপতি ও হাসান আলী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

(১৭ আগস্ট)বৃহস্পতিবার সকাল ৯ টায় নির্বাচন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট অনুষ্ঠিত হয়। মোট ১৭ টি পদের জন্য প্রার্থীরা মনোনয়নপত্র ক্রয় করেন।

এর মধ্যে ১৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছে।

এ দুই পদের জন্য প্রার্থী ছিলেন ৬ জন। সভাপতি ৪জন, সাধারণ সম্পাদক ২জন।এরা হলেন, সভাপতি মোঃ মতিয়ার রহমান প্রতীক (ছাতা), মোঃ আবুল কালাম বিশ্বাস প্রতীক (চেয়ার) ৩০৩ ভোট , মোহাম্মদ তৈয়বুর রহমান প্রতীক (গরুরগাড়ি) ১২১ ভোট, ও মোহাম্মদ আবুল কালাম আজাদ প্রতীক (চাকা) ১৯৬ ভোট । সাধারণ সম্পাদক দুইজন মোঃ হাসান আলী শেখ প্রতিক (মাছ) ৩১২ ভোট ও অনিমেষ কুমার দাস প্রতীক (টেলিভিশন) ৩০৫ ভোট ।

১৭ টি পদের মধ্যে ১৫ টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সহ-সভাপতি মোঃ মজিবুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ আশিক বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক আইয়ুব আলী ফকির, অর্থ সম্পাদক সিরাজুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল খালেক শেখ, প্রচার সম্পাদক মোঃ বাবু মোল্লা, নিরাপত্তা সম্পাদক সুশান্ত কুমার সিকদার, সহ নিরাপত্তা সম্পাদক আলমগীর হোসেন, ক্রীড়া সম্পাদক শিপন আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক ( ইসলাম) মোঃ আবুল খায়ের মন্ডল, ধর্ম বিষয়ক সম্পাদক (সনাতন) শ্রী দিলীপ কুমার সাহা ওরফে ডাবলু সাহা। কার্যনির্বাহী সদস্য মোঃ আব্দুর রশিদ মোল্লা, মোঃ ছমির মিয়া, মোঃ রুস্তম আলী ও মোঃ আনোয়ার হোসেন ।
শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনে সার্বিক সহযোগিতা করেন বালিয়াকান্দি থানা পুলিশ।

উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার ব্যবসায়ী নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও প্রধান নির্বাচন কমিশনার খন্দকার ইজাজুল হক মুনা, শ্রী তরুণ কান্তি সাহা, আবু সাঈদ মোল্লা, ত্রিবার্ষিক নির্বাচন পরিচালনার প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক নির্বাচন পরিচালনা করেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here