Friday, December 27, 2024

বালিয়াকান্দিতে ভ্যান চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গণধোলাই

এস,এম রাহাত হোসেন ফারুক: রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভ্যান চুরি করতে দিয়ে দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করে গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করেছেন স্থানীয়রা।

(৮ জুলাই) শনিবার দিবাগত রাতে উপজেলার জামালপুর ইউনিয়নের লক্ষনদীয়া গ্রামে থেকে ব্যাটারিচালিত ভ্যান চুরির সময় এই ঘটনা ঘটে।

এ ঘটনায় মো. হাফিজুর রহমান মোল্লা (৩৪) ও রুবেল মণ্ডল (৩৮) নামে দুই ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা।

গ্রেফতারকৃত হাফিজুর রহমান মোল্লা বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোঁসাই গোবিন্দপুর গ্রামের মৃত ইবাদত মোল্লার ছেলে এবং রুবেল মণ্ডল একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামের রব মণ্ডলের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদি মো. ঝোমর আলীকে শনিবার দিবাগত রাতে কোলারহাট যাওয়ার কথা বলে ভ্যান ভারা ঠিক করেন। সেখানে পৌঁছালে কোলারহাট থেকে নটাপাড়া বাজারে যাওয়ার কথা বলে। নটাপাড়া যাওয়ার সময় লক্ষনদীয়াতে আসলে প্রকৃতির ডাকে সারা দেয় ঝোমর আলীর। সেই সুযোগে ভ্যান নিয়ে চলে যায় দুই ব্যক্তি। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে নটাপাড়া বাজারে ফোন করে তাদের আটক করে উত্তম-মাধ্যম দেয়।

স্থানীয়রা বলেন, জামালপুর ইউনিয়নের নটাপাড়া বাজারে একাধিকবার চুরি হয়েছে। পুলিশ চোর আটক করতে পারেনি। আমরা চোর আটক করেছি। আমরা চোরদের সুষ্ঠু বিচার চাই। প্রভাবশালী ব্যক্তিদের ছত্রছায়াতে এরা এলাকায় অপরাধ করছেন বলে দাবি স্থানীয়দের।

আটককৃত দুই ব্যক্তিকে আটক করেছেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে ভ্যানসহ হাফিজুর রহমান মোল্লা ও রুবেল মণ্ডলকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে ঝোমর আলী শেখ বাদী হয়ে বালিয়াকান্দি থানায় মামলা দায়ের করেন।রবিবার দুই আাসামীকে রাজবাড়ী বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here