Friday, December 27, 2024

ভ্যানিটি ব্যাগের সূত্র ধরেই মিলল অজ্ঞাত নারীর মরদেহের পরিচয় !

রাজবাড়ী প্রতিনিধি:  ভ্যানিটি ব্যাগে পাওয়া জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরেই রাজবাড়ীর কালুখালীতে অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহের পরিচয় ও হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে রাজবাড়ী জেলা পুলিশ।

এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত মোনছের মন্ডল (৩৮) ও আমিন মিয়া (৩৬) নামে দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার আমিন মিয়া আদালতে জবানবন্দী দিয়েছে এবং অপর আসামীর রিমান্ডের আবেদন করা হয়েছে।

১০ নভেম্বর (রবিবার) সারে ৫ টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে স্থানীয় সাংবাদিকদের সাথে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ী পুলিশ সুপার মোছাঃ শামিমা পারভীন।

তিনি জানান, ১০ বছর আগে নিহত ওই নারীর বিয়ে হয়। কিন্তু প্রায় পাঁচ-ছয় বছর যাবত তিনি স্বামী পরিত্যক্তা। সাংসারিক ঝামেলায় হয়তো প্রেমের সম্পর্কে জড়িয়ে রাজবাড়ী জেলায় আসে।

পুলিশ সুপার বলেন, গত ২৫ অক্টোবর কালুখালী থানার মোহনপুর বিল সংলগ্ন ধানক্ষেতে আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত মরদেহ পাওয়া যায়। এ-সংক্রান্তে কালুখালী থানায় একটি অপমৃত্যু মামলা হয়। এরপর মামলার ঘটনা তদন্তে থানা পুলিশ ও ডিবির সমন্বয়ে একাধিক টিম মাঠে নামে কাজ করে ।

একপর্যায়ে গত ৮ নভেম্বর ওই বিল সংলগ্ন ধানক্ষেত থেকে ১টি ভ্যানিটি ব্যাগ, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য জিনিস পাওয়া যায়। প্রাপ্ত জিনিসপত্র বিশ্লেষণ করে জানা যায়, এগুলো ধানক্ষেতে পড়ে থাকা অজ্ঞাতনামা মৃত ওই নারীর। পরে আমরা তার পরিচয় শনাক্ত করি। পরবর্তীতে তার বাবা বাদী হয়ে গত ৯ নভেম্বর কালুখালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তথ্য উপাত্ত, তথ্যপ্রযুক্তি বিশ্লেষণপূর্বক জেলা গোয়েন্দা শাখা ও কালুখালী থানার একটি যৌথ টিম অভিযান চালিয়ে পাংশা থানা এলাকা থেকে তদন্তে প্রাপ্ত আসামি আমিন ও মোনছেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায়, ভিকটিম ওই নারীর সঙ্গে প্রেমের সম্পর্কের জের ধরে গত ১৮ অক্টোবর টাঙ্গাইল থেকে তাকে পাংশায় ডেকে নিয়ে এসে গ্রেপ্তারকৃত দুইজনসহ মোট তিনজন তাকে ধর্ষণ করে এবং পরে হত্যা করে মরদেহ গুম করে। গ্রেপ্তারকৃত আসামি আমিন ও মোনছেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। এর মধ্যে আমিন মিয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন এবং মোনছেরকে রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে। এ ঘটনার অপর আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

একইদিনে সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সুপার জানান, রাজবাড়ীর গোয়ালন্দে গত ১৩ই জুলাই গোয়ালন্দের উজানচর এলাকায় বিকেল চারটার দিকে একটি মাহগনি বাগানে শহীদ মোল্লা হত্যার ঘটনায় শাকিল খান (২৫) ও মোঃ হাসিবুল হাসান (২২) কে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে প্রেরণ করা হয়েছে ।

অন্যদিকে রাজবাড়ীর বালিয়াকান্দি চামটা ১১ পল্লী সার্বজনীন কাত্যিয়ানি পূজা মণ্ডপের প্রতিমা ভাঙচুরের ঘটনায় স্থানীয়রা এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আটক ব্যক্তির নাম হুমায়ুন (৪০)। সে যশোর জেলার অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের লোকমানের ছেলে। তার অসংলগ্ন কথা বার্তায় তাকে অপ্রতিতস্থ্য ব্যাক্তি বলে ধারনা করা হচ্ছে । আমরা তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ‘

 

 

VIDEO – YOUTUBE : RAJBARI JOURNAL .

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here