Wednesday, January 15, 2025

মামলার হাজিরা দিয়ে ফেরার সময় ছুরিকাঘাতে জখম যুবক

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে দিনে দুপুরে মোঃ বকুল ফকীর (২৮) নামে এ যুবককে কিপিয়ে যখমের ঘটনা ঘটেছে। ১৩ই আগস্ট দুপুরে রাজবাড়ীর কোর্ট চত্তরের সামনে শিল্পকলার উলটো পাশে রাস্তায় এ ঘটনা ঘটে ।

জানাগেছে, আহত বকুল ফকীর এক মামলার হাজিরা দিয়ে বের হবার সময় আগে থেকে ওৎপেতে থাকা মামলার বাদী পক্ষ সদর উপজেলার কেষ্টপুরের বারেকের ছেলে মোঃ সোহাগের নেতৃত্বে ৪-৫ জন বকুল ফকীরকে ধারালো ছুরি দিয়ে বকুলের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মারাত্নক আহত করে ।

পরে স্থানীয়রা আহত বকুলকে উদ্বার করে রাজবাড়ী সদর হাঁসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিতস্যক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিক্যাল কলেজ হাঁসপাতালে ট্রান্সফার করে ।
আহত বকুলের ভাই মান্নান জানান, একটি চুরি মামলায় প্রায় এক বছর ধরে আদালতে হাজিরা দিয়ে যাচ্ছেন।

আজ দুপুরে সেই মামলার হাজিরা শেষ করে বাড়ি ফেরার সময় হঠাৎ মামলার বাদী বারেকের ছেলে সোহাগ একটি গিয়ার চাকুসহ ৪ জন তাদের ওপর হামলা করেন।’

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: শাহাদাত হোসেন বলেন, খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আসামীদের গ্রেফতারের চেষ্ঠা অব্যাহত রয়েছে ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here