নিজস্ব প্রতিবেদকঃ “ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা”র উদ্যোগে পবিত্র মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
৩১ মার্চ (শুক্রবার) রাজবাড়ী শহরের পৌর ইংলিশ মার্কেট ইসলামী আন্দোলন বাংলাদেশ এর জেলা কার্যালয়ে উক্ত অনুষ্ঠান হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সংগ্রামী সভাপতি মুফতি শামসুল হুদা।
এ সময় অন্যান্যদের মধ্যে আরোও উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ইমাম কমিটির সাধারণ সম্পাদক মাওলানা মোফাজ্জল হোসেন আব্বাসি, রাজবাড়ী জেলার বিশিষ্ট আলেমে দ্বীন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর জেলা সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, বিশিষ্ট আলেমে দ্বীন আব্দুল কাইয়ুম কাসেমী সাহেব সহ আরো অনেকে।
ইফতার মাহফিলে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতি গোলাম কবির মাসুম,সাংগঠনিক সম্পাদক হাফেজ সাব্বির হুসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর জেলা সভাপতি মুহাম্মাদ রফিকুল ইসলাম মিলন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সভাপতি ছাত্র নেতা আব্দুর রহিম আল মাহমুদ সুমন। দোয়া পরিচালনা করেন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুল কাইয়ুম ।
উপস্থিত আলোচকবৃন্দ তাদের বক্তব্যে রমজানের পবিত্রতা রক্ষার্থে সর্বস্তরের অশ্লীলতা ও বেহায়াপনা বন্ধ করা , বর্তমান সময়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় সীমার মধ্যে রাখা , দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অতিসত্বর রোধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান।