Sunday, December 22, 2024

রাজবাড়ীতে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস পালিত

রাজবাড়ী জার্নাল ডেস্ক: ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন করি, নাগরিক অধিকার নিশ্চিত করি’- প্রতিপাদ্যে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে রাজবাড়ী জেলা প্রশাসক কার্যালয়ের আম্রকানন চত্তর থেকে একটি র‍্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে একই যায়গায় ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ পরিচালক আসাদুজ্জামান রিপন, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. ইমদাদুল হক ,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াছমীন বিশ্বাসসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, সচিবগণ।

আলোচনা অনুষ্ঠানের শেষে জন্ম ও মৃত্যু নিবন্ধনে শ্রেষ্ঠত্ব অর্জন করায় জেলার হাবাসপুর, উজানচর ও বসন্তপুর ইউনিয়ন চেয়ারম্যান ও সচিবদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here