Thursday, December 26, 2024

রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধ নিহত

রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে ইরান বিশ্বাস ওরফে টুনু বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ৭জুলাই (রবিবার) রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি ব্রীজের পাশে পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ইরান বিশ্বাস ওরফে টুনু বিশ্বাস উপজেলার মিজানপুর ৩ নং ওয়ার্ড বাগমারা গ্রামের মৃত আমির উদ্দিন বিশ্বাসের ছেলে ।

ইরান বিশ্বাস ওরফে টুনু বিশ্বাস (৭০) নামে এক বৃদ্ধ নিহত

মিজানপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সাবেক সদস্য সদস্য মোঃ মোস্তফা মোল্লা বলেন, বাগমারা গ্রামের মোঃ ইরান বিশ্বাস দীর্ঘদিন যাবত তার মানসিক সমস্যা ছিল, পরিবারের নজর এড়িয়ে তিনি কখন বের হয়েছেন কেউ বলতে পারেনাই। রেললাইন পার হবার সময় ট্রেনে কাটা পরে ঘটনাস্থলেই মারা যান তিনি।

এ বিষয়ে রাজবাড়ী রেলওয়ে অফিসার ইনচার্জ (ওসি) সোমনাথ বসু বলেন রাজবাড়ী থেকে ছেড়ে যাওয়া ভাটিয়াপাড়া গামী এক্সপ্রেস এর সঙ্গে বাড়াইজুরি রেলওয়ে ব্রিজের পাশে রেললাইন পার হবার সময় ট্রেনে কাটা পড়ে ১১টা ৫০ মিনিটের দিকে মারা যান মোঃ ইরান বিশ্বাস । খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছে । মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here