Thursday, January 2, 2025

রাজবাড়ীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত

স্টাফ রিপোর্টার: “মানুষই মুখ্য, মাদককে না বলুন, শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পালিত হলো মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে ।

এ উপলক্ষে সকালে রাজবাড়ী জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‍্যালিটি জেলা প্রশাসকের অম্রকানন চত্তর থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করে আগের যায়গায় ফিরে আসে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রাজবাড়ী জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী, রাজবাড়ী পুলিশ সুপার জি.এম.আবুল কালাম আজাদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সালাউদ্দিন(অর্থ ও প্রশাসন) ,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারি পরিচালক মোঃ তানভীর হোসেন খান সহ সরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারিবৃন্দ ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here