Wednesday, January 15, 2025

রাজবাড়ী থেকে বিদেশী পিস্তল ও ম্যাগজিন সহ একজনকে গ্রেফতার করেছে র‍্যাব

রাজবাড়ী জার্নাল ডেস্কঃ  রাজবাড়ীর পাংশায় অভিযান পরিচালনা করে আমেরিকার তৈরি একটি পিস্তল ও ম্যাগাজিনসহ মিজানুর রহমান বকুল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গ্রেফতার মিজানুর রহমান জেলার পাংশা উপজেলার বলরামপুর গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক লোফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান।

তিনি জানান, গ্রেফতার মিজানুর রহমান বকুল একজন অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী। সে বেশ কিছুদিন ধরে রাজবাড়ীর পাংশাসহ আশপাশের বিভিন্ন এলাকায় ত্রাস সৃষ্টি করে নানারকম অপকর্মসহ বিভিন্ন প্রকার সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিল। এছাড়াও সে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে এর আগের চারটি মামলা রয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১ মে) রাত সোয়া ২ টার দিকে পাংশা উপজেলার বলরামপুর এলাকায় অভিযান চালিয়ে আমেরিকার তৈরি একটি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ তাকে গ্রেফতার করা হয়।’

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here