Tuesday, July 1, 2025

রাজবাড়ীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালন

“সবাই মিলে গড়বো দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ” এ প্রতিপাদ্যে ৯ ডিসেম্বর (বৃহস্পতিবার) আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২১ উপলক্ষ্যে জেলা প্রশাসনের সহযোগিতায় দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রাজবাড়ী কর্তৃক রাজবাড়ী প্রেসক্লাবের সামনে র‍্যালি ও মানববন্ধন করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উক্ত র‍্যালি ও মানববন্ধন এর উদ্বোধন করেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। এসময়জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  ফকীর আব্দুল জব্বার।  সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), রাজবাড়ী; সভাপতি, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রাজবাড়ীসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষকবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন।

দিবস টি  উপলক্ষ্যে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি), রাজবাড়ী কর্তৃক কালেক্টরেট ক্লাব মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়।
দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক), রাজবাড়ীর সভাপতি প্রফেসর জনাব কুদরত আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দিলসাদ বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যা  বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার।  প্রফেসর মোঃ নুরুজ্জামান, সভাপতি, সচেতন নাগরিক কমিটি (সনাক), ।রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাত হোসেন প্রমুখ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here