Thursday, December 26, 2024

শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে দৌলতদিয়ায় পদ্মা সেতু হবে-জিল্লুল হাকিম এমপি

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী ২ আসনের জাতীয় সংসদ সদস্য মো: জিল্লুল হাকিম বলেছেন, শেখ হাসিনা পুনরায় প্রধানমন্ত্রী হলে দৌলতদিয়া পাটুরিয়া পদ্মা সেতু হবে। দেশের উন্নয়ন হবে। দেশ সামনের দিকে এগিয়ে যাবে। তাই দেশের স্বার্থে নৌকায় ভোট দিন।

তিনি বুধবার দুপুরে রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আওয়ামী লীগ আয়োজিত কর্মীসভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে এসব কথা বলেন।

তিনি আরও বলেন যারা রঙ্গীন স্বপ্ন দেখছেন বিএনপি ক্ষমতায় যাবে তাদের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। আমেরিকার প্রেসক্রিপশনে এদেশে নির্বাচন হবে না, এদেশের জনগনই সিদ্ধান্ত নিবে নির্বাচনের বিষয়ে।
কর্মী সভার সভাপতিত্ব করেন মদাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মজনু। সভায় জেলা পরিষদ চেয়ারম্যান শফিকুল মোর্শেদ আরুজ, কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলীউজ্জামান চৌধুরী টিটো, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান গোবিন্দ কুমার কুন্ডু, জেলা পরিষদ সদস্য ইউসুফ হোসেন মোল্লা, কালুখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতিউর রহমান নবাব, মদাপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক রিজাউল করিম,বিল্লাল হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

এছাড়া উপস্থিত ছিলেন নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাদশা আলমগীর, মৃগী ইউনিয়নের চেয়ারম্যান এম,এ মতিন সহ কালুখালী উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা। কর্মী সম্মেলনে কালুখালির মদাপুরের কয়েক হাজার মানুষ সমাবেত হয়।

rj/rn/bh

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here