Sunday, December 22, 2024

অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার 

রাজবাড়ী সদর উপজেলার বরাট ইউপি’র সাভার এলাকায় অজ্ঞাত(৪০) ব্যাক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। ৭ই আগস্ট (শনিবার) এলাকাবাসীর কাছে থেকে  খবর পেয়ে রাজবাড়ী সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছালে ফরিদপুরের পিবি আই ,সি আইডি ও সদর থানার পুলিশ লাশ উদ্ধার করে। নিহতের শরীরের বিভিন্ন অংশে ও মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সাভার এলাকার ৪ নং ওয়ার্ডের আবুল হোসেনের পরিত্যাক্ত ভিটার পাশে কৃষি জমি থেকে লাশটি উদ্ধার করা হয় ।

স্থানীয় ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা মন্ডল জানান, খবর পেয়ে বেলা ১২টার দিকে থানায় ফোন করি পরে থানা পুলিশ ঘটনাস্থলে আসে। গত শুক্রবার দিন গত রাতের লাশ বলে ধারণা করা হচ্ছে এবং এলাকার কেউ নিহত লোকটিকে আগে কোনদিন দেখিনি।

ঘটনার খবর পেয়ে ফরিদপুর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের একটি টিম (পিবি আই) এর একটি টিম লাশ শনাক্তের চেষ্ঠা চালায়। প্রায় দুই ঘন্টা যাবত লাশের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করে ক্রাইম ইনভেস্টিগেশনের চেষ্ঠা করে।

এ বিষয়ে পিবি আই এর পুলিশ পরিদর্শক ফায়েকুজ্জামান জানান, আমরা অনেক চেষ্ঠা করেছি লাশের পরিচয় জানার জন্য। শেষ পর্যন্ত সম্ভব হয় নি। সফটওয়ারে অনেক বার চেষ্ঠা করেছি। এখানে নেটওয়ার্ক দুর্বল থাকায় সনাক্তের কাজ সম্পন্ন করা সম্ভব হয় নি । তবে আশা করছি দ্রুতই সনাক্ত করা সম্ভব হবে।

এ বিষয়ে রাজবাড়ী সদর থানার এস আই ও  বরাট বিট পুলিশের কর্মকর্তা এস মাই হিরণ কুমার বিশ্বাস জানান, লাশের গায়ের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন রয়েছে । বিশেষ করে পা ও মাথায় আঘাতের চিহ্ন স্পষ্ট দেখা গেছে । এটা একটি পরিকল্পিত হত্যা এটা । এঘটনায় রাজবাড়ী সদর থানায় হত্যা মামলা প্রক্রিয়াধীন।

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here