Monday, April 21, 2025

অনলাইন প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশের অভিযানে অনলাইন প্রতারণা মামলায় আন্তঃজেলা প্রতারক চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে প্রতারণায় ব্যবহৃত ছয়টি মোবাইল ফোন ও ১৬টি সিমকার্ড জব্দ করা হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন: ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুলকুণ্ডু গ্রামের মান্নান বেপারীর ছেলে মো. পান্নু বেপারী (২৯), একই উপজেলার কালা মিয়া মাতুব্বরের দুই ছেলে মো. রাজু মাতুব্বর (৩২) ও মো. সাজু মাতুব্বর (২৮), এবং পাতরাইল দিঘিরপাড় গ্রামের মো. কুদ্দুস তালুকদারের ছেলে মো. মাসুদ তালুকদার (৩৫)।

রোববার (২০ এপ্রিল) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব, পিপিএম-সেবা এ তথ্য জানান।

তিনি জানান, গত ১৬ এপ্রিল দুপুরে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর দাশপাড়া গ্রামের বাসিন্দা প্রতিভা রানী দাসকে সোনালী ব্যাংকের কর্মকর্তা পরিচয়ে ফোন দেয় প্রতারকরা। একপর্যায়ে তার মোবাইলে পাঠানো ওটিপি সংগ্রহ করে কিস্তিতে মোট ৮ লাখ টাকা আত্মসাৎ করে তারা। ঘটনার পর ১৮ এপ্রিল বালিয়াকান্দি থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়।

মামলার পর তথ্যপ্রযুক্তির সহায়তায় রাজবাড়ী জেলা পুলিশের একটি চৌকস টিম ১৯ এপ্রিল ফরিদপুরের ভাঙ্গা থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে। অভিযানে তাদের হেফাজত থেকে চারটি স্মার্টফোন, দুটি বাটন ফোন এবং বিভিন্ন অপারেটরের ১৬টি সিমকার্ড উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা প্রতারণার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তারা দীর্ঘদিন ধরে ব্যাংকের গ্রাহকদের ফোন করে ওটিপি সংগ্রহের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে আসছিল বলে জানিয়েছে পুলিশ। বর্তমানে আসামিদের আদালতে পাঠানো হয়েছে এবং আত্মসাৎকৃত অর্থ উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।”

 

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here