ধর্ম মন্ত্রণালয়ের তহবিল থেকে রাজবাড়ী সদর উপজেলার ৮টি মসজিদ ও ২ টি মন্দিরে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়েছে। এ সময় বন বিভাগের পক্ষ থেকে ২৪শত গাছের চারা বিতরণ করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা হলরুমে বৃহস্পতিবার (৯ই সেপ্টেম্বর) সকাল সারে ১০ টায় অনুদানের চেক ও গাছের চারা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমি মোঃ সায়েফ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের এমপি আলহাজ্ব কাজী কেরামত আলী। আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এড. ইমদাদুল হক বিশ্বাস, রাজবাড়ী ইসলামী ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃসাহাবুদ্দীন, ভাইস চেয়ারম্যান রকিবুল হাসান পিয়াল, মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ আলেয়া বেগম।
আলোচনা অনুষ্ঠানের পর সদর উপজেলার ৮টি মসজিদ ও ২ টি মন্দিরে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয় এবং বন বিভাগের পক্ষ থেকে ২৪শত গাছের চারা বিতরণ করা হয়।