রাজবাড়ী জার্নাল ডেস্ক: পালিয়ে থাকার পর যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত আসামি মো. কামরুল ইসলামকে (৩৯) গ্রেপ্তার করেছে র্যাব-১০ এর আভিযানিক দল । মঙ্গলবার(১২ই মার্চ) ঝিনাইদহ জেলা সদর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
বুধবার র্যাব-১০ ফরিদপুর ক্যাম্প এর কোম্পানী কমান্ডার লেঃ শাইখ আকতার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
র্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানার মামলা ২০০৯ সালের ১৫ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন কামরুল। এরপর থেকে দীর্ঘ এক যুগ ধরে পলাতক ছিলেন কামরুল। গত মঙ্গলবার দুপুর ৩টার দিকে র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইদহ জেলা সদর থান পরানপুর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে কামরুলকে গ্রেপ্তার করে।’
গ্রেফতার কামরুল যশোর জেলার বেনাপোল থানার কাগমারী গ্রামের মো. কুদ্দুস আলী বিশ্বাস ওরফে দুদোর ছেলে। সে দেশের সীমান্তবর্তী জেলা যশোরের বিভিন্ন বর্ডার এলাকা থেকে চোরাই পথে মাদকদ্রব্য এনে যশোর, ফরিদপুর, রাজবাড়ীসহ আশপাশের বিভিন্ন জেলার বিভিন্ন থানা এলাকায় বিক্রি করতো।’