Sunday, December 22, 2024

অবসরপ্রাপ্ত কনস্টেবলকে ফুলেল সজ্জিত গাড়ীতে বাড়ীতে পৌঁছে দিলেন ওসি

পুলিশের চাকরিতে ৩৯ বছর পূর্ণ করে রাজবাড়ীর বালিয়াকান্দি থানার কনস্টেবল মোঃ সোলাইমান হোসেন অবসরে যাওয়ার দিন ছিল রবিবার।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামানের উদ্যোগে সহকর্মী পুলিশ সদস্য সোলাইমান হোসেন পেলেন এক ব্যতিক্রমী সংবর্ধনা। শুধু তা-ই নয়, গাড়িটি ফুল-বেলুন দিয়ে সাজানোও হয়। এভাবে সুসজ্জিত গাড়িতে করে বাড়ি পৌঁছে দেওয়া হয় তাকে। এমন সম্মান পাওয়াতে অভিভূত এই পুলিশ সদস্য। তিনি চাকরির শেষ দিনে সহকর্মীরা বিশেষভাবে সম্মান জানান এই পুলিশ সদস্যকে। বালিয়াকান্দি থানা হতে অবসরে যাবার সময় কনস্টেবল মোঃ সোলাইমান হোসেন কে থানার গাড়ীতে করে বাড়ী ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার মাদবপুর গ্রামে পৌঁছে দিয়েছেন। এসময় বালিয়াকান্দি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন কুমার আদিত্যসহ অফিসার ফোর্সরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here