Friday, September 20, 2024

 অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে মোবাইল কোর্ট :তিন লক্ষ  টাকা অর্থদন্ড

রাজবাড়ী জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট দিলসাদ বেগম এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সূবর্ণা রাণী সাহা এর নির্দেশনায় ১০অক্টোবর (রোববার)  বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭ টা  পর্যন্ত অবৈধভাবে বালু উত্তোলন মোবাইল কোর্ট পরিচালিত হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব হাবিবুল্লাহ।

এ সময় পদ্মা নদীর রাজবাড়ী সদর অংশের চর জৌকুড়া এলাকায় ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় মোঃ ফারুখ হোসেন, পিতা মৃত আবুল হোসেন, ধুঞ্চি, রাজবাড়ী সদর, রাজবাড়ীকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী তিন লক্ষ  টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করা হয়। এ সময়  ড্রেজার অকেজো করে বালু উত্তোলন বন্ধ করা হয়।অভিযানে  সদর থানার এস আই রাশেদুল ইসলামের নেতৃত্বে রাজবাড়ী জেলা পুলিশের একটি দল অভিযানে সহায়তা করে।

উল্লেখ্য এর আগে গত  ৯ই অক্টবর  দুপুর ২ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত আকাশ কুন্ডু, সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট, রাজবাড়ী সদর, রাজবাড়ী ও জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ এর নেতৃত্বে অবৈধ বালু উত্তোলন বন্ধে গোদার বাজার হতে ধাওয়াপাড়া ঘাট পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয় তবে অবৈধভাবে বালু উত্তোলন করা অবস্থায় কাউকে পাওয়া যায়নি। জনস্বার্থে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানানো হয় ।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here