Wednesday, January 22, 2025

অষ্টাদশী-  তাহমিনা মুন্নী

অষ্টাদশী-
তাহমিনা মুন্নী
♣আমি যখন বসে সিঁড়ির তলায়
অনাবিষ্ট নির্নিমেষ ভাবছি আনমন
ছিচকে পরা চাঁদের অনল
সেদিন অন্যপ্রকাশ অন্যরূপে
দীঘল আলোর ঘটায় মন হলো চন্মন
তুমি তখন অষ্টাদশী
দেখলেম উজল শশীর পূর্ণিমায়
নিরেট হাসির জৌলুস খানি
গোলাপ ঠোঁটের চন্দ্রিমায়।
উপযাচিত খুঁজিনি অভিধান
হাত বাড়ালেই ছুঁতে পারতেম
তবু এক পলক আরোহিত দৃষ্টিপথে
তোমায় করি সন্ধান———–
আজ তুমি তিন যুগ করেছো সমাপণ
বয়সের ভার তোমার স্পর্শতায়
তবু নিটোল বুকের ভাজে ভাজে
রেখে গেলে পূর্ন শশীর অবরোহণ।
সবুজ বৃক্ষরাজি নুয়ে যাবে একদিন
কালের ক্ষেপণে সমূখ যাত্রায়
সব কিছুই হবে লীন।
কিন্তু সেদিনের সেই
সূচিত প্রেমের অষ্টাদশী
চিরদিন অমলিন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here