Monday, December 30, 2024

অস্ত্র তৈরির সরঞ্জাম এবং ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার-১

উজ্জল হোসেন, পাংশা: রাজবাড়ীর পাংশায় একটি ওয়ান শুরাটগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাসহ মো. সজিব মন্ডল (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (৩ জুলাই) গ্রেপ্তার যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানা পুলিশ। এর আগে গতকাল (রোববার) সন্ধ্যা রাতে উপজেলার সরিষা ইউনিয়নের বহলাডাঙ্গা দক্ষিণপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মোঃ সজিব মন্ডল ইউনিয়নের জাগীর বাগলী গ্রামের মোঃ সেলিম মন্ডলের ছেলে।

পাংশা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান জানান, গতকাল রোববার সময়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সক্রিয় ওয়ান শুটারগান ও অস্ত্র তৈরির সরঞ্জামা উদ্ধার করা হয়।

মোঃ সজিব মন্ডলের বিরুদ্ধে ১৮৭৮ সালের অস্ত্র আইন-১৯ (ধ) ধারায় পাংশা মডেল থানায় একটি মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানান, মোঃ সজিব মন্ডল অস্ত্র তৈরি করে বিক্রি করতেন বলে জানতে পেরেছেন। “

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here