Saturday, December 21, 2024

অস্ত্র মামলায় রাজবাড়ীতে একজনের যাবজ্জীবন

রাজবাড়ী প্রতিনিধি: অস্ত্র ও গুলির মামলায় রাজবাড়ীতে মো. আলম মন্ডল (৪০) নামে এক আসামীর যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ২টি গুলি রাখার দায়ে আরও ৭ বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।

দণ্ডপ্রাপ্ত মো. আলম মন্ডল পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান আলী মন্ডলের ছেলে।

২৯শে অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় রাজবাড়ী সিনিয়র জেলা ও দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভিন এ রায় দেন। রায়ের সময় আলম মন্ডল আদালতে অনুপস্থিত ছিলেন।

মামলা ও আসালত সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর ভোর সোয়া ৫টার দিকে উপজেলার পালেরডাঙ্গী গ্রামের ইউনুছের চায়ের দোকানের সামনের কাচা রাস্তার উপর থেকে আলম মন্ডলকে গ্রেপ্তার করে পাংশা থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি দেশি ওয়ান শ্যুটারগান, দুটি কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় পাংশা থানার এএসআই মো. মাসুদুল ইসলাম বাদী হয়ে পাংশা মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন। তার বিরুদ্ধে আরও চারটি মামলা রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট উজির আলী শেখ বলেন, দীর্ঘ শুনানি শেষে আলম মন্ডলের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং দুটি গুলি রাখার দায়ে ৭ বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here