Thursday, January 23, 2025

আইপিএলে ফিজ এর বলে কুপোকাত গুজরাটের ব্যাটাররা

  • খেলাধুলাঃ কোয়ারেন্টাইন থেকে ফিরেই যেন ফিজ হয়ে উঠেছেন দিল্লি ক্যাপিটালসের মধ্যমণি।

মাঠের ক্রিকেটে গুজরাট টাইটেন্স ব্যাটারদের বিপক্ষে তাকে ভয়ঙ্কর রূপে দেখা গিয়েছে। তিনি যেন এক প্রকার চোখ রাঙ্গিয়ে বল হাতে আম্পায়ারকে অতিক্রম করে ত্যাড়ে যাচ্ছেন। আর তাতেই মিলে যাচ্ছে ফিজের সফলতা। তবে আজকের এ পর্যায়ে আসতে ফিজকে দিতে হয়েছে অনেক শ্রম। চলতি আইপিএলে বাংলার ছেলে মুস্তাফিজের প্রথম ম্যাচের ফর্মে বাজিমাতে পুরো দিল্লি যেন মজেছে ফিজ বন্দনায়। কোয়ারেন্টাইনে থাকায় খেলতে পারেননি প্রথম ম্যাচ। দ্বিতীয় ম্যাচের একাদশে তাকে জায়গা দেয় দিল্লি ক্যাপিটালস। দলের আশার প্রতিদান দেন মুস্তাফিজুর রহমানও।

রোববার টস হেরে ব্যাট করতে নামা দিল্লি অধিনায়ক ঋষভ পান্ত শুরুতেই বল তুলে দেন মুস্তাফিজুর রহমানের হাতে। অধিনায়ককে হতাশ করেননি বাংলাদেশি পেসার। নিজের প্রথম দুই বলে দুই রান দেওয়ার পর তৃতীয় বলেই উইকেট নেন তিনি।

ম্যাথু ওয়েডকে ক্যাচ বানান উইকেটের পেছনে দাঁড়ানো পান্তের হাতে। যদিও শুরুতে আউট দেননি আম্পায়ার, কিন্তু পরে রিভিউ নিলে তার সিদ্ধান্ত বদলায়। নিজের প্রথম ওভারে মুস্তাফিজ দেন ৭ রান।

এরপর আবার পাওয়ার প্লের শেষ ওভারে মুস্তাফিজকে নিয়ে আসেন পান্ত। এই ওভারে কোনো বাউন্ডারি না খেয়ে মুস্তাফিজ দেন ৬ রান। মাঝের ওভারগুলোতে মুস্তাফিজকে ব্যবহার করেননি অধিনায়ক, জমিয়ে রাখেন ডেথ ওভারগুলোর জন্য।

সেখানেও অধিনায়কের আস্থার প্রতিদান দিয়েছেন মুস্তাফিজ। ইনিংসের ১৭তম ওভার করতে এসে ৯ রান দেন তিনি। ইনিংসের শেষ ওভারে ৪ রান দিয়ে নেন গুরুত্বপূর্ণ দুই উইকেট। সব মিলিয়ে মুস্তাফিজের বোলিং ফিগার দাঁড়ায় ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here