Sunday, January 5, 2025

আওয়ামী লীগের কর্মী সমাবেশ অনুষ্ঠিত

মোঃ আমিরুল হক: রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়জনে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) বিকালে জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়ন পরিষদ চত্ত্বরে ইউনিয়ন কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। বহরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মকবুল হোসেনের সভাপতিত্বে এ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব‍্য রাখেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও রাজবাড়ী ২ আসনের সংসদ সদস‍্য বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম, বিশেষ অতিথি উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লা, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, বরপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ হাসান আলী, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ওয়ার্ড মেম্বার শুকুর আলী খান, মোঃ রঞ্জু, মোঃ নবিয়াল হোসেন, খলিলুর রহমান, প্রভাষ চন্দ্র দাস, অলোক কুমার, মুরাদ হোসেন,শীবানন্দ দাস প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেন, আমরা নির্বাচিত হওয়ার পর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত ধরে উন্নয়ন করে আসছি। আগামীতেও আমরা দেশ উন্নয়ন করবো। আগামীতে আওয়ামী লীগকে পুনরায় নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবেন বলে আশা রাখি। দলকে সু-সংগঠিত করার জন‍্য সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

এসময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস‍্য মোঃ ইউসুফ আলী, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধন, ইসলামপুর ইউনিয়ন চেয়ারম্যান আহমদ আলী মাস্টার, নবাবপুর ইউনিয়ন চেয়ারম্যান বাদশা আলমগীর, জঙ্গল ইউনিয়ন চেয়ারম্যান বাবু কল্লোল কুমার বসু, মদাপুর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান মজনু, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বসির আহমেদ মিনু, সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মন্ডলসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী, সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here