Friday, July 18, 2025

আওয়ামী লীগ নির্মূলের মধ্যেই দেশের মুক্তি: রাজবাড়ীতে এনসিপির পথসভায় হাসনাত আবদুল্লাহ

রাজবাড়ী, ১৭ জুলাই ২০২৫: বাংলাদেশ সেদিনই ঘুরে দাঁড়াবে, যেদিন এ দেশ থেকে আওয়ামী লীগ সম্পূর্ণভাবে নির্মূল হবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার সন্ধ্যায় রাজবাড়ী শহরের এক নম্বর রেলগেট এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, “আপনারা দেখেছেন, আমরা গত ১১ মাস ধরে যেভাবে মিডিয়ার বিরুদ্ধে লড়াই করছি। বিশেষ করে বসুন্ধরা গ্রুপের মিডিয়া বারবার বলছে—আওয়ামী লীগকে নাকি ‘রিফাইন’ করে আবার সুযোগ দেওয়া উচিত। আওয়ামী লীগ কি পরিবর্তিত হয়ে ফিরে আসবে? গতকাল গোপালগঞ্জে সেটারই এক ধরনের টেস্ট ম্যাচ হয়েছে।”

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “মুজিবের বুকের মাটির ওপর দাঁড়িয়ে আমরা স্লোগান দিয়েছি—‘মুজিববাদ মুর্দাবাদ’। তারা ভেবেছিল, নাহিদ, সারজিস, আখতার, হাসনাত, নাসির—এই পাঁচটি নাম মুছে দিলেই নতুন বাংলাদেশের লড়াই থেমে যাবে। কিন্তু তারা ভুল ভাবছে।”

তিনি আরও বলেন, “৫৬ হাজার বর্গমাইলজুড়ে যখন আবু সাঈদ শহীদ হলেন, তখন দেখেছি—প্রত্যেকটি মানুষ যেন আবু সাঈদ হয়ে উঠেছে। আমাদের মৃত্যুর পরও নতুন প্রজন্মের বিপ্লবীরা কেউ না কেউ আবার নাহিদ হয়ে ফিরে আসবে, আবার দাঁড়াবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ এবং কেন্দ্রীয় সদস্য সাইয়েদ জামিল।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিনসহ দলের অন্যান্য নেতাকর্মীরা।’

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here