Monday, December 23, 2024

আগামী হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

ঢাকাঃ ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, পুর্বের যেকোন হজের চেয়ে আগামী হজ ব্যবস্থাপনা আরও উন্নত হবে।

আজ দুপুরে ঢাকার আশকোনায় বাংলাদেশ হজ অফিসের সভাকক্ষে পবিত্র হজ সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে পূর্ব প্রস্তুতি হিসেবে হজ কার্যক্রমে সম্পৃক্ত সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। খবর সংবাদ বিজ্ঞপ্তির।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায়  হজ  কার্যক্রমে সম্পৃক্ত মন্ত্রণালয়/ বিভাগ/ সংস্থা ও সংগঠনের অংশীজনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ফরিদুল হক খান আরো বলেন, ইতোপূর্বে যারা হজের নিবন্ধন করেছেন তারাই অগ্রাধিকার ভিত্তিতে হজে গমণ করতে পারবেন। কোন ক্রমেই ক্রমধারা (সিরিয়াল) ভঙ্গ কর হবেনা। হজের পুরো কার্যক্রম অটোমেশন করা হয়েছে।
তিনি বলেন, বৈশ্বিক  মহামারি কোভিড-১৯ পরিস্থিতির উন্নতিসহ সার্বিক পরিস্থিতি বিবেচনায় এ বছর বাংলাদেশের হজযাত্রীগণের হজ গমণের সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে রাজকীয় সৌদি সরকার সহসাই ডিক্রি জারি করবেন বলে জানিয়েছেন। বাংলাদেশ হতে হজে গমণের সুযোগ তৈরি হলে  হজযাত্রীগণ যাতে সুষ্ঠু ভাবে হজ পালন করতে পারেন এ বিষয়ে আমাদের প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। পুর্বের যেকোন হজের চেয়ে আগামী হজকে আরও উন্নত, নির্বিঘœ ও নিরাপদ করতে সম্ভাব্য সকল ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। বাংলাদেশ হতে কত সংখ্যক হজযাত্রী হজে গমণ করতে পারবেন বিষয়টি সৌদি – বাংলাদেশ দ্বিপাক্ষিক হজ চুক্তিতে নির্ধারিত হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিগত ২০১৯ সালে বাংলাদেশের প্রায় ৪৫ শতাংশ হজযাত্রীর সৌদি আরব অংশের ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হয়েছিল। এ বছর  বাংলাদেশের পূর্ণ সংখ্যক হজযাত্রীর সৌদি আরব অংশের  ইমিগ্রেশন বাংলাদেশেই সম্পন্ন করা হবে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here