Wednesday, January 22, 2025

আমার ছেলেবেলা- তাহমিনা মুন্নী

আমার ছেলেবেলা
তাহমিনা মুন্নী
**************
আমি ভালবাসি আকাশের নীল
শাপলা শালুকের বিল আর ঝিল
চেয়ে চেয়ে দেখি কপোত কপোতী
আর-
ডানা মেলা গাঙচিল
নয়ন মুদে আজও খুঁজে ফিরি
আমার সোনালী সেদিন।

ভালবাসি আমি সাগরের ঢেউ
ঝিঁনুক কুড়ানো বেলা
ভালবাসি আমি সকালের রোদ
আর-
হাজারও তারার মেলা।
আজও গেয়ে যাই পুরোনো সে গান
গল্প কথা মান অভিমান
ভালবাসি আমি রঙ তুলি
আর-
কলা বৃক্ষের ভেলা।
আমি ভালবাসি ঝিঁ ঝিঁ পোকার ডাক
কিচির মিচির পাখির আওয়াজ

এ বেলায় বসে ভাবি সে বেলার
হাজারো কথার ডালা
সব ভাবনার মাঝে খুঁজে পাই
“আমার ছেলেবেলা”।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here