Thursday, January 23, 2025

আলাদিপুর থেকে গাঁজা সহ মাদক কারবারি গ্রেফতার

  • নিজস্বপ্রতিবেদকঃ রাজবাড়ী জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি’)’র অভিযানে সদর উপজেলার আলীপুর ইউপি’র আলাদিপুর এলাকা থেকে মোঃ আঃ খালেক শেখ (৫০) কে গাঁজা সহ এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

৭ই এপ্রিল( বৃহস্পতিবার) সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মোঃ আঃ খালেক শেখ (৫০) আলীপুর ইউপি’র আলাদীপুর গ্রামের মৃত সৈয়দ আলী শেখের ছেলে।

বিজ্ঞপ্তির মাধ্যমে রাজবাড়ী ডিবি জানিয়েছে,গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোহাম্মদ মোজাম্মেল হক, এএসআই মোঃ মফিজুল ইসলাম, সঙ্গীয় র্ফোস সহ রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানাধীন আলাদিপুর সাকিনে জনৈক মোঃ মোজাহার শেখ (৫৮), পিতা-মৃত সৈয়দ আলী শেখ এর বাড়ীর উত্তর পাশে মোঃ এমদাদ মিয়ার খরের পালার নিকট থেকে  মোঃ আঃ খালেক শেখ (৫০), পিতা-মৃত সৈয়দ আলী শেখ, মাতা-মৃত মজিরন, সাং-আলাদিপুর, ইউপি-আলীপুর, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীকে ৫০০(পাঁচশত) গ্রাম গাঁজা (মূল্য অনুমান মোট- ১৫,০০০/- টাকা) সহ গ্ৰফতার করা হয়েছে।

   এ ঘটনায় মাদক আইনের সংশ্লিষ্ট ধারায় মাদক মামলা প্রক্রিয়াধীন।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here