Saturday, July 26, 2025

আলোচিত রুপল শেখ হত্যা: শাশুড়ি ও পুত্রবধূ গ্রেপ্তার, চলছে পুলিশি অভিযান

স্টাফ রিপোর্টার: রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামে ভ্যানচালক রুপল শেখকে (২৭) নির্মমভাবে পিটিয়ে হত্যার ঘটনায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার (২৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

নিহত রুপল শেখ একই উপজেলার জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালানো ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন—রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) এবং তার পুত্রবধূ রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৭ মে বিকেল ৫টার দিকে রুপল শেখকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় শামসুদ্দিন বিশ্বাসের বাড়ির আঙিনায়। সেখানে গৃহবধূর গোসলের ভিডিও ধারণ ও চুরির মিথ্যা অভিযোগ তুলে তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারধর করা হয়। গুরুতর আহত অবস্থায় রুপলকে ফেলে পালিয়ে যায় অভিযুক্তরা। পরে স্থানীয়রা উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় রুপলের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। রাতেই চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম জানান, মামলা তদন্তের দায়িত্ব ডিবিকে দেওয়ার পর থেকে অভিযান চলছে। বুধবার রাতে রাহেলা পারভীন ও রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয় এবং বৃহস্পতিবার দুপুরে তাদের রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ পোষ্ট

এই ধরনের আরো সংবাদ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here